ফরিদগঞ্জ এ,আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষা উপকরন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে এআর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই শিক্ষা উপকরন ও কম্বল বিতরন করা হয়।
প্রাক্তন শিক্ষার্থী গবেষক মো. ইমাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফরিদগঞ্জ এ,আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের এই উদ্যোগ দেখে অন্য ব্যাচের শিক্ষার্থীরা এবং সমাজের অন্যান্যরা অনুপ্রাণিত হবে। শুধু ২০০১ ব্যাচ নয় সকল ব্যাচের শিক্ষার্থীরা এবং সকল শ্রেণী পেশার মানুষ তাদের সাধ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে থাকা অত্যাবশকীয়।
তিনি আরও বলেন, সকলের সহযোগিতা নিয়ে শিক্ষাসহ সকল দিক থেকে ফরিদগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়ে তুলবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ২০০১ ব্যাচের শিক্ষার্থী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাসিনা আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মোশাররফ হোসেন নান্নু, প্রাক্তন শিক্ষক মো. জাকির হোসেন, সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, ২০০১ ব্যাচের আয়োজক সদস্য আবদুস সালাম, আজিজুর রহমান রাজন, আমিন পাটওয়ারী, সোহেল গাজী, আল-আমিন, হোসেন ভূঁইয়া, মাসুদ আলম, মোঃ সোহেব, তানভীর আহমেদ তপু, আনোয়ার হোসেন সজিব, দিদারসহ আরও অনেকে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৪ ডিসেম্বর ২০২৪