চাঁদপুর

‘মানুষ চেয়ারম্যানদের ভোট দিয়েছে এলাকার উন্নয়নের জন্য’

চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘মানুষ চেয়ারম্যানদের ভোট দিয়েছে, তাদের খোঁজ খবর রাখার জন্য ও এলাকার উন্নয়নের জন্য। দেশ পরিবর্তনের ক্ষেত্রে ইউডিসিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা আইসিটির মাধ্যমে মানুষের সেবা দিয়ে কাজ করে দেশের উন্নয়ন করছে।’

রোববার (২ অক্টোবর) সার্কিট হাউজে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে দ্বিতীয় লোকাল গভন্যান্স সাপোর্ট প্রজেক্টের আওতায় ইউনিয়ন পরিষদ সচিব ও উদ্যোক্তাদের জন্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) এর ওপর ৩ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারের উপ-পরিচালক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর (ডি এফ) এস. এম শাহরিয়ার পরিচালনায় জেলা প্রশাসক বলেন, ইউনিয়ন পরিষদ গুলোতে সেবা সহজীকরণ করা হবে। ইউপি সচিব ও উদ্যোক্তরা ডিজিটাল বাংলাদেশ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সচিব ও উদ্যোক্তরা দেশ এগিয়ে যাওয়ার পিছনে মুখ্য ভূমিকা পালন করতে হবে। ইউনিয়ন পরিষদের আয়ের উৎস বাড়াতে হবে।’

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘এখন থেকে প্রশিক্ষণ করে তার প্রয়োগ ঘটাতে হবে। কারণ সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনাদের পিছিয়ে পড়ার সময় এখন নেই। ভালোভাবে কাজ করে সামনের দিকে এগিয়ে যাবেন। ’

প্রশিক্ষণে চাঁদপুর জেলার ৮ উপজেলার ইউনিয়ন পরিষদের সচিব, ও উদ্যোক্তাদের ১১টি গ্রুপে প্রশিক্ষণ দেয়া হবে।

প্রতি গ্রুপে ৮ জন সচিব ও ১৬ জন উদ্যোক্তা। প্রশিক্ষণে ১১টি গ্রুপে মধ্যে ১০ গ্রুপ উদ্ভোধন প্রশিক্ষণ হয়।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ইউনিয়নের সচিব আ. মান্নান পাটওয়ারী, গীতা পাঠ করেন স্থানীয় সরকারের পরিসংখ্যান সহকারী অজিত সরকার।

প্রশিক্ষক হিসেবে ছিলেন বালিয়া ইউনিয়নের এস এম কুদ্দুস রোকন।

: আপডেট, বাংলাদেশ সময় ১0:0০ পিএম, ০২ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক
Share