চাঁদপুর

মানুষের কল্যানের জন্য কাজ করি: চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুরে সাংস্কৃতিক মাস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

‘আমি মানুষের কল্যানের জন্য কাজ করি। তাই সকল কর্মকান্ডে মানুষের পাশে থাকতে চাই। চলিতি মাসকে যেমন চাঁদপুরে ক্রীড়া মাস হিসেবে সফল ভাবে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। তেমনি সাংস্কৃতিক মাসেও জেলার সকল সাংস্কৃতিক কর্মীরা সফল ভাবে তাদের কর্মকান্ড পরিচালনা করবেন।’

রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুরের সাবেক পাসপোর্ট অফিসের কার্যালয়ে সাংস্কৃতিক উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল এসব কথা বলেন।

আগামী ডিসেম্বর মাসকে চাঁদপুরে সাংস্কৃতিক মাস হিসেবে ঘোষণা করায় এর কার্যক্রম সঠিক ভাবে সফল করার লক্ষ্যে এ প্রস্তুতিমূলক সভায় ৬টি বিভাগে ভাগ করে সাংস্কৃতিক মাসের কার্যক্রম নির্ধারণ করা হয়। এরমধ্যে রয়েছে নাচ-গান, চিত্রাংকন, আবৃতি, নাটক ও বিতর্ক প্রতিযোগীতা মূলক অনুষ্ঠান। প্রতিটি বিভাগেই আলাদা আলাদা কমিটি গঠন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমানের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, পুরাণ বাজার ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রতন কুমার মজুমদার, শিল্পকালা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, নির্বাহী সদস্য মোঃ শরীফ চৌধুরী, সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, সাবেক শ্রমীকলীগ নেতা শাহ আলম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গনে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

আপডেট: ১১:৫৯ পিএম, ২২ নভেম্বর ২০১৫, রোববার

ডিএইচ

Share