বেগম খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের অংশগ্রহণ। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে আসা সাধারণ মানুষ ও নেতাকর্মীদের বিশাল ভিড় সামলাতে এবং জানাজা প্রক্রিয়া সহজ করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেয়া হয়েছে।

বুধবার সকাল সোয়া ১০টার পর জিয়া উদ্যান সংলগ্ন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ উন্মুক্ত করা হয়। গেট খুলে দেয়ার সাথে সাথেই অপেক্ষমাণ হাজার হাজার মানুষ শৃঙ্খলার সাথে দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করেন। জানাজা ও শোকাতুর মানুষের অবস্থানের জন্য দক্ষিণ প্লাজা এলাকার দুটি বড় মাঠ সম্পূর্ণ উন্মুক্ত করে দেয়া হয়েছে।

আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শোকার্ত মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে মানিক মিয়া অ্যাভিনিউ। শীত ও কুয়াশা উপেক্ষা করে আসা মানুষের চোখে-মুখে ছিল প্রিয় নেত্রীকে হারানোর গভীর বেদনা।

ঘোষিত সূচি অনুযায়ী, আজ বুধবার ৩১ ডিসেম্বর দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, জানাজা আয়োজনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, জানাজা ও দাফন কার্যক্রম ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারে বিজিবি সদস্যরা নিয়োজিত রয়েছেন।

এছাড়া পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হবে।

৩১ ডিসেম্বর ২০২৫
এ জি