চাঁদপুর

মানুষকে সেবা দিয়ে নিজকে গর্বিত মানুষ তৈরি করুন : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, ‘মানুষের মাঝে সেবা দান করুন নিজকে গর্বিত মানুষ হিসেবে তৈরি করুন। আগামীতে কোনো কাগজপত্র ফাইল ইন থাকবে না। কম্পিউটারে সংরক্ষণ করা হবে।’

বুধবার (১৪ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ২দিন ই-ফাইল(নথি)বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তথ্যপ্রযুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘কম্পিউটার ভালো জানলে কাজ সহজ হয়ে যায়। তাই বর্তমান প্রযুক্তিতে আমাদের সকলের কম্পিউটার শিক্ষা অবশ্যই জানতে হবে। পৃথিবীর সাথে তালমিলিয়ে বাংলাদেশ কোনো অংশে পিছিয়ে নয়। আগামীতে উন্নত বিশ্ব হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য বাংলাদেশের সকল প্রান্তে কম্পিউটারের ছোয়া পৌঁছে দিতে হবে।’
তিনি আরো বলেন ,‘ প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। কারণ প্রশিক্ষণের মাধ্যমে অজানা কিছু তথ্য এর মাধ্যমে জানা যায়। যা জীবনে প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে।একজন প্রশিক্ষণ নেয়া ব্যক্তি তার কর্মক্ষেত্রে ভাল স্থান তৈরি করতে পারে। তাই জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে প্রশিক্ষণ নেয়া উচিৎ । এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যা কিছু শিখবেন তার কিছুটা হলেও কাজে লাগানোর চেষ্টা করবেন।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই’র ও আইসিটি অধিদপ্তরের সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মঈনুল হাসানরে সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সহকারী প্রোগ্রামার হারুনুর রশিদের পরিচালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাশ,কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুমন দে,হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী প্রমুখ।

এতে ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের ২৫ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রতিবেদক- আনোয়ারুল হক

Share