কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নুরুল আমিন খান (৬৫) ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল শনিবার সকালে ঢাকায় তার মেয়ের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লি….রাজিউন)। ওইদিন বাদ আসর জানাজা শেষে কচুয়ার টেলি গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়ে সহ বহুগুনগাহী রেখে গেছেন। মরহুমের জানাযা অনুষ্ঠানে কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন,মাঝিহাছা এমএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ খান,সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন,বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহাগ খানসহ হাজারো মুসল্লি অংশগ্রহন করেন।
নুরুল আমিন খান নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন। তিনি একজন সৎ ও হাসি মনের মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur