১৯২০ সালে স্থাপিত ঐতিহ্যবাহী ফরিদগঞ্জের মানুরী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা নানা প্রতিকূলতা পেরিয়ে শুনাম ধরে রেখেছে। কিন্তু ষড়যন্ত্র কারীদের প্রলোভনে গত ১৩ ফেব্রুয়ারি “অনলাইন নিউজ পোর্টাল পপুলার বিডি নিউজ” কর্তৃক মানুরী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভনিং বডি ও অধ্যক্ষের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রচারিত হয়।
উক্ত প্রচারিত সংবাদটি বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি মাদ্রাসার অধ্যক্ষ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক ও কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীগণ এবং এলাকাবাসী উক্ত মিথ্যা, ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
অধ্যক্ষ মো. আমিনুল হক বলেন, ততকালীন গভর্নিং বডির সভাপতি দায়িত্বে থাকা অবস্থায় গত বছর অকাল মৃত্যুবরণ করেন। অথচ কিছু কুচক্রীমহল মৃত মানুষকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এতে করে মাদ্রাসা ও শিক্ষার মান উন্নয়নে প্রভাবিত করার চেষ্টায় তারা কোনভাবেই সফল হবে না। আমরা সরকারের নিয়ম অনুযায়ী নিয়মিত শিক্ষা পাঠদান ও সকল কর্মসৃচি পালন করে আসছি। তাই ঐতিহ্যেবাহী এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে সকলের সহযোগিতা চাই।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২০ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur