Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ‘মানসম্মত শিক্ষাই পারে মেধাবী শিক্ষার্থী তৈরি করতে’
‘মানসম্মত শিক্ষাই পারে মেধাবী শিক্ষার্থী তৈরি করতে’

‘মানসম্মত শিক্ষাই পারে মেধাবী শিক্ষার্থী তৈরি করতে’

চাঁদপুরের অতিরিক্ত জেলার প্রশাসক মোহাম্মদ আব্দুল হাই বলেছেন, ‘মানসম্মত শিক্ষা ছাত্র-ছাত্রীদেরকে দিতে হবে, তাহলে দেশ এগিয়ে যাবে আর দেশে সঠিক নেতৃত্ব বেরিয়ে আসবে। বাংলাদেশে অনেক দরিদ্র পরিবার আছে, ওই সব পরিবারে অনেক মেধাবী ছাত্র/ছাত্রী রয়েছে। তাদের ঠিকমত পরিচর্যা করা গেলে শিক্ষার হার অনেক বাড়বে।’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোসাল এডভান্সমেন্ট (দিশা) এর উদ্যোগে মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক আলোঘর বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বরেন।

দিশার ক্ষুদ্র ঋণ কার্যক্রমভূক্ত মতলব উত্তর, নাউরী ও সুজাতপুর শাখার সদস্যদের ১৫০ জন সন্তানের মাঝে শিক্ষা বৃত্তি সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে সরকারের পাশাপাশি দিশার মত বিভিন্ন এনজিওগুলো এগিয়ে আসা উচিৎ। চাঁদপুরে শিক্ষার হার শতকরা ৬৮ ভাগ। শিক্ষা, সংস্কৃতিসহ সবকিছুতেই চাঁদপুর এগিয়ে। অতিরিক্ত জেলা দেশ এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। এখন আমাদের পিছিয়ে পড়লে চলবে না। সবাইকে একযোগে কাজ করতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও গুরুত্বপূর্ণ একটি বিষয়। নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার মানকে ধরে রাখা সম্ভব বলে আমি মনে করি। আইসিটি বিষয়টি বর্তমানে বিশে^র চাহিদা সম্পন্ন একটি বিষয়। এ বিষয়টির বাংলাদেশেও অনেক চাহিদা রয়েছে। কম্পিউটার শিক্ষা থাকলে জীবন অনেক সহজ হয়ে যায় এবং চাকরির ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। তাই সকলকে আইসিটি বিষয়টি ভালোভাবে খেয়াল রাখতে হবে।’

আয়োজকদের সম্পর্কে বলেন, ‘দিশা হচ্ছে একটি এনজিও অর্থাৎ নন-গভর্নমেন্ট অরগানাইজেশন’ হয়েও দিশা যে উদ্যোগ নিয়েছে তা অত্যান্ত ভাল ও প্রশংসনীয় একটি উদ্যোগ। কারণ স্কুল পর্যায়ে থেকে কোন কিছুর ওপর সফলতা পেলে শিক্ষার্থীরা আরো উদ্যোগী হয়।’

দিশার চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও ছেঙ্গারচর শাখার ম্যানেজার মো. মাহবুবুর রহমান মজুমদারের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার, ছেঙ্গারচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাশার প্রমুখ।

খান মোহম্মদ কামাল : আপডেট, বাংলাদেশ সময় ১:০০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply