বিশ্ববাজারে দাম হ্রাস পাওয়ায় বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বর্ণের নতুন এই দাম আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে কার্যকর হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।
স্বর্ণের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫০ হাজার ৯৭১ টাকা থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৮০৫ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪৭ হাজার ৫৩১ টাকা। যা আগে ছিল ৪৮ হাজার ৯৯৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ কেনা যাবে ৪২ হাজার ৪৫৭ টাকায়। যার আগে দাম ছিল ৪৩ হাজার ৬২৩ টাকা।
তবে ভরিতে একই পরিমাণের অর্থাৎ পাল্টা এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণতে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ২৬ হাজার ৪১৯ টাকা থেকে বাড়িয়ে করা ২৭ হাজার ৫৮৫ টাকা।
এদিকে, স্বর্ণের দাম ওঠা-নামা করলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকায়।
নিউজ ডেস্ক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur