নদীগর্ভে বিলীন সহায়-সম্বল অন্য যায়গা আশ্রয় হলেও তাদের এখান দিন কাটছে মাববেতন জীবন। চাঁদপুর সদর উপজেলার রাজরাজেস্বর ইউনিয়নের পদ্মার ভাঙনে গৃহহীন হয়েছে পাঁচ শতাধিকেরও বেশি পরিবার।
আগ্রাসী পদ্মা এক সপ্তাহে কেড়ে নিয়েছে রাজরাজেস্বরের বহু স্থাপনা। হারানোর গল্পে এখন বেঁচে থাকাই যেন দায়। মাথা গোঁজার ঠাই হারিয়ে অনেকেরই আশ্রয় অন্যের জমিতে। এভাবে কতদিন যাবে জানা নেই কারোরই।
ভাংগনের কবলে ইতিমধ্যে রাজারচর, মান্দের বাজার, খাসকান্দি,লগ্মীমারাচর,দেওয়ান বাজার এলাকার প্রায় শতাধিক পরিবার বসত ভিটাহীন হয়ে গেছে এবং এসব এলাকা বেশ কয়েকটি অংশ ভেঙ্গে যায়। ঘরবাড়ি হারানো পরিবারগুলো ইউনিয়নের বাঁশগাড়ি,মাঝেরচর, গোয়াল নগর, রায়েরচরসহ বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে।মাটি ধস অব্যাহত থাকায় ভাঙ্গনের মুখে রয়েছে আরো অনেক ঘর-বাড়ি।
হঠাৎ উত্তরাঞ্চলের বন্যার পানি পদ্মা ও মেঘনা দিয়ে নেমে আসায় নদীতে প্রবল স্রোত দেখা দেয়। যার ফলে রাজরাজেশ্বর ইউনিয়নে এ ভাঙগনের সৃষ্টি হয়।
-ছবি ও প্রতিবেদন : শরীফুল ইসলাম।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur