শাহরাস্তি

শাহরাস্তিতে গ্রাহকের টাকা নিয়ে মানবিক সাহায্য সংস্থা উধাও

চাঁদপুরের শাহরাস্তিতে ঋন প্রদানের প্রলোভনে গ্রাহকের লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে মানবিক সাহায্য সংস্থা নামক এনজিও। ১ই ফেব্রুয়ারি শনিবার রাতের আঁধারে পালিয়ে যাওয়া সংস্থাটির কর্মকর্তা মহসিনের ব্যবহৃত মোবাইল ০১৮৮৩ ১৯৭৯০০ ফোনটিও বন্ধ রয়েছে।

জানা যায়, উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন অন্তর্গত খিলাবাজারে একটি কক্ষ ভাড়া নিয়ে সামনে “মানবিক সাহায্য সংস্থা’র” (এম এস এস) সাইনবোর্ড লাগিয়ে বেশ কয়েকদিন ধরে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী কে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সদস্য ভর্তি ও প্রাথমিক পর্যায়ের সঞ্চয় সংগ্রহ করেন আসছে। যাতে এমআরএ সনদ নং ০১৬৫০১০৩৩০০২৩৩ উল্লেখ ছিল। ঋনের প্রলোভন দেখিয়ে অর্ধশতাধিক গ্রাহক সংগ্রহের পর গত শনিবার রাতে ৫ লক্ষাধিক টাকা নিয়ে সংস্থাটি পালিয়ে যায়।

ভুক্তভোগী নাহারা গাবতলী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আহছান উল্ল্যাহ জানান, মহসিন নামে এক ব্যক্তি এনজিও কর্মকর্তা পরিচয় আমার দোকানে আসেন, আমাকে তাদের এনজিও তে ভর্তি হয়ে লোন নেওয়ার সুবিধার কথা বলেন। তখন আমি আমার ব্যবসা পরিচালনা করার জন্য ১ লক্ষ টাকার লোন নেওয়ার জন্য ৫ হাজার টাকা সঞ্চয় জমা দেই ১ ফেব্রুয়ারি তারিখে। ২ ফেব্রুয়ারি রোববার জানতে পারি এনজিওটির কোন কর্মকর্তা এখন এলাকায় নাই। এনজিও কর্মকর্তা মহসিন এর ব্যক্তিগত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

গাবতলীর ব্যবসায়ী রুহুল আমিন, নাহারা দাস বাড়ির বলরাম দাস, বেরকী গ্রামের চকিদার বাড়ির আব্দুল মজিদ, মন্দার বাড়ির জোসনা বেগম, খান বাড়ির শামসুল আলম খান, গাজী বাড়ির এমরান হোসেন, নাহারা মাদারি বাড়ির আলমগীর হোসেনসহ অর্ধশতাধিক ভুক্তভোগী একই অভিযোগ করেন।

রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু হানিফ জানান, এলাকায় মানবিক সাহায্য সংস্থা নামের কোন এনজিও’র কার্যক্রমের খবর আমার জানা নেই। এব্যপারে ভুক্তভোগী কোন গ্রাহকের পক্ষ হতে কোন প্রকার অভিযোগও পাইনি।

প্রতিবেদক : জামাল হোসেন, ১০ ফেব্রুয়ারি ২০২০

Share