সজিব হাওলাদার (১৩) নামের একটি শিশুর দু’টো কিডনিই অকেজো হয়ে গেছে। তার বাবার নাম আবদুর রশিদ হাওলাদার পেশা কৃষিজীবি ও মাতা শাহানাজ বেগম। চাঁদপুর সদরে শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ংগারচর গ্রামের বাসিন্দা।
সজিবের দাদা মরহুম আ. মান্নান ছিলেন একজন বীরমুক্তিযোদ্ধা । সজিব মান্দারী মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র। সে বিগত ৩-৪ মাস জ্বরে ভুগছিল। অবশেষে তাকে ঢাকার বঙ্গবন্ধু হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দু’টো কিডনিই অকেজো হয়ে গেছে বলে জানান।
তার চিকিৎসার জন্যে প্রচুর টাকার প্রয়োজন। তার বাবা কৃষক হওয়ায় চিকিৎসার টাকা ব্যয় করা মোটেই সম্ভব নয়। অন্তত : একটি কিডনি সংযোজন করলেও তাকে বাঁচানো যাবে বলে চিকিৎসক জানান।
তাই মানবিক সাহায্যের আবেদন জানান তার বাবা আবদুর রশিদ হাওলাদার। যোগাযোগ নম্বর -০১৯১৫-৮৭৫০১৫।
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ১০:২৯ পিএম, ১৯ অক্টোবর ২০১৬, বুধবার
এজি/এইউ