চাঁদপুর জেলা শাখার নিজস্ব কার্যালয়ে আন্তার্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন (UUHRBF) এর মাসিক সাধারণ পরিকল্পনা সভা রোববার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
সভায় চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার “প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে” ভূষিত হওয়ায় সংস্থার পক্ষ্য থেকে সংবর্ধনা দেয়া এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান ২১ ফেব্রুয়ারি উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংস্থাটির জেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মজিবুর রহমান রনির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সচিব মো. নাহিদুল ইসলাম সোহেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভাগীয় যুগ্ম-সচিব হাজী মো. দেলোয়ার হোসেন, জেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকা, মো. হারুনুর রশীদ, সহকারী সাংগঠনিক সম্পাদক মো. এমরান হোসেন, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক খন্দকার আরিফ হোসেন। হাজীগঞ্জ উপজেলা সচিব মো. জাহিদ হাসান, যুগ্ম-সচিব মো. আবু নোমান রিয়াজ, সহ- সাংগঠনিক সম্পাদক ওয়ালিউল্যাহ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. সফিকুল ইসলাম ও শুভাকাঙ্খি আনন্দ গাজী প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি
।। আপডটে, বাংলাদশে সময় ১২ : ২০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
এইউ