Home / চাঁদপুর / মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কমিটির অনুমোদন
মানবাধিকার বাস্তবায়ন

মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কমিটির অনুমোদন

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) এর লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি, কার্যক্রম পরিচালনার জন্য গঠিত চাঁদপুর উপজেলা শাখার ১৯ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

১৫ ডিসেম্বর মঙ্গলবার সংগঠনের চেয়ারম্যান সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান মিয়া ও মহাসচিব এসএম সাইফুর রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

অনুমোদিত কমিটির সভাপতি হলেন : মো. জাহিদুল হক, সহ-সভাপতি ইমরান হোসেন আহমাদ বিন আহসান, মো. আরিফ হোসাইন, মো. ওমর ফারুক হাওলাদার, মোসাম্মৎ রূপা আমেনা, সাধারণ সম্পাদক মো. নজীর মিয়াজী অপু, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির হোসাইন, অর্থ সম্পাদক ফয়সাল হাজরা, সাংগঠনিক সম্পাদক নুরুল আরেফিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন ইভান, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম তুষার, তদন্ত সম্পাদক আল-আমিন মিয়াজী, প্রচার সম্পাদক আলআমিন, শিক্ষা সম্পাদক আফসানা পাটওয়ারী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল আহাদ, সমাজ কল্যাণ সম্পাদক তিশা মণি, মহিলা ও শিশু সম্পাদক আছিয়া আক্তার মিথিলা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসিফ হাওলাদার।

প্রতিবেদকঃশরীফুল ইসলাম,১৮ ডিসেম্বর ২০২০