Home / চাঁদপুর / চাঁদপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
চাঁদপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

চাঁদপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

বিশ্ব মানবাধিকার দিবস শনিবার (১০ ডিসিম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স ক্রাইম রিপোর্টার্স, আইন সহাইতা কেন্দ্র ফাউন্ডেশন সহ চাঁদপুর জেলা শাখা মানবাধিকার সংগঠনের আয়োজনে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় চাঁদপুর জেলা শাখার মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, মানতাই শ্রেষ্ট ধর্ম ।মানব সেবাই শ্রেষ্ট কর্ম । এ স্লোগানকে সামনে তারা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদেরকে মিয়ানমার সরকারগুলি করে, হত্যা, খুন, নির্যাতন, নিপীড়ন সহ হেলিকাপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা মুসলমানদের গ্রামে গুলিবর্ষণ চালচ্ছে।

মা ও বাবার কোলে সস্তান কোলে মা ও বাবা কে হত্যা করে মানবাদিকার লঙন করছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, আপনারদের মহত উদ্যেগে যেভাবে সিটমহল বাসিকে নাগরিকত্য ফিরিয়ে দিয়েছেন, সেভাবে বাংলাদেশের মানবাধিকার সংগঠন গুলোকে মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিদর্শন সহ নির্যাতিত মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়ানোর সুযোগ করে দেয়ার দাবি জানান

জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি চাঁদপুর জেল শাখার সভাপতি এম এম কামালের পরিচালনায়, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মনির খান, ইন্টারন্যাশনাল হিউম্যাইন রাইটস ফাউন্ডেসন চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. বিপ্লব সরকার, সাংগঠনিক সম্পাদক মো. ডালিম, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেসনের সভাপতি ডা. মো সফিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আরিফ, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মো. খোরশেদ আলম,মো. মাইনুল ইসলাম মমিন, যুগ্ন-সম্পাদক আফজাল হোসাইন, রাজিব বেপারী, সাংগঠকি সম্পাদক মোহাম্মদ হোসেন বাতাস মিয়াজী, দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিন, মো. সেলিম মাল, মো. ঈমাম হোসেন, মো. জহিরুল ইসলাম জিন্টু মাল, মো. আবুল কাশেম মিজি, জেলা নির্বাহী সদস্র মো. রাজু আহমেদ, আরহাজ্ব মো. মোক্তার হোসেন, গাজী মো. ঈমাস হোসেন, এড. সেলিম, নুর মোহাম্মদ,মো. শফিক, মো. মুরাদ, অনুষ্ঠানে সাংবাদিক, মাবাদিকার কর্মি সহ বিভিন্ন শ্রেণি ও পেশাজীবী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আনোয়ারুল হক : আপডেট, বাংলাদেশ সময় ০৮ : ৩০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply