Home / আন্তর্জাতিক / আনোয়ার ইব্রাহিমের মন্ত্রিসভায় বড়সড় পরিবর্তন
malayasia

আনোয়ার ইব্রাহিমের মন্ত্রিসভায় বড়সড় পরিবর্তন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড়সড় রদবদলের ঘোষণা দিয়েছেন। আজ ঘোষিত নতুন মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে । পাশাপাশি নতুন মুখ যুক্ত হয়েছে এবং কয়েকটি কৌশলগত খাতে প্রশাসনিক ভারসাম্য জোরদার করা হয়েছে।

বারনামা, মালয় মেইলসহ দেশটির প্রায় সব গণমাধ্যম এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড ফেসবুক পেজের তথ্যমতে, নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনত করছেন আনোয়ার ইব্রাহিম। উপপ্রধানমন্ত্রী–১ হিসেবে ড.আহমদ জাহিদ হামিদি এবং উপপ্রধানমন্ত্রী–২ হিসেবে ফাদিল্লাহ ইউসোফ দায়িত্ব পেয়েছেন।

প্রধানমন্ত্রীর দপ্তরে আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কারবিষয়ক মন্ত্রী আজালিনা ওথমান সাইদ, উপমন্ত্রী এম. কুলাসেগারান; ফেডারেল অঞ্চলবিষয়ক মন্ত্রী হান্না ইয়োহ ত্সেও সুয়ান, উপমন্ত্রী লো সু ফুই; সাবাহ ও সারাওয়াক বিষয়ক মন্ত্রী দাতুক টি.এস. মুস্তাফা মোহদ ইউনুস সাকমুদ এবং ধর্মবিষয়ক মন্ত্রী জুলকিফলি হাসান, উপমন্ত্রী মারহামাহ রোসলি দায়িত্ব পালন করছেন।

অর্থনৈতিক ও উন্নয়ন খাতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজেই অর্থমন্ত্রীর দায়িত্বে রয়েছেন; দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে আছেন আমির হামজাহ আজিজান এবং উপমন্ত্রী লিউ চিন টং।

গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়নমন্ত্রী আহমদ জাহিদ হামিদি, উপমন্ত্রী রুবিয়াহ ওয়াং; জ্বালানি রূপান্তর ও পানি রূপান্তরমন্ত্রী ফাদিল্লাহ ইউসোফ, উপমন্ত্রী আবদুল রহমান মোহামাদ; উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্ব্রি আবদ কাদির, উপমন্ত্রী আদম আদলি আবদ হালিম; পর্যটন, শিল্পকলা ও সংস্কৃতিমন্ত্রী তিওং কিং সিং, উপমন্ত্রী চিউ চুন মান; যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল, উপমন্ত্রী তেও নি চিং; শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক, উপমন্ত্রী ওং কাহ ওহ; জাতীয় ঐক্যমন্ত্রী অ্যারন আগো দাগাং, উপমন্ত্রী ইউনেস্বরন রামারাজ; দেশীয় বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয়মন্ত্রী আরমিজান মোহদ আলি, উপমন্ত্রী দাতুক ড.ফুজিয়াহ সালেহ; বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জোহারি আবদুল ঘানি, উপমন্ত্রী সিম ত্সে ত্সিন; ডিজিটালমন্ত্রী গোবিন্দ সিং দেও, উপমন্ত্রী উইলসন উগাক কুমবং; স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমদ, উপমন্ত্রী হানিফাহ হাজর তাইব দায়িত্বে রয়েছেন।

সামাজিক, কৌশলগত ও অবকাঠামো খাতে উদ্যোক্তা উন্নয়ন ও সমবায়মন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং, উপমন্ত্রী মোহামাদ আলামিন; অর্থনীতিমন্ত্রী আকমাল নাসরুল্লাহ মোহদ নাসির, উপমন্ত্রী মোহদ শাহার আবদুল্লাহ; প্রাকৃতিক সম্পদ ও পরিবেশগত টেকসই উন্নয়নমন্ত্রী আর্থার জোসেফ কুরুপ, উপমন্ত্রী সৈয়দ ইব্রাহিম সৈয়দ নোহ; প্ল্যানটেশন ও পণ্যমন্ত্রী নোরাইনি আহমদ, উপমন্ত্রী দাতুক হুয়াং তিয়ং সি; মানবসম্পদমন্ত্রী রামানন রামাকৃষ্ণন,উপমন্ত্রী খাইরুল ফিরদাউস আকবর খান; যুব ও ক্রীড়ামন্ত্রী মোহাম্মদ তৌফিক জোহারি, উপমন্ত্রী মোরদি বিমল; পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোক সিউ ফুক,উপমন্ত্রী হাসবি হাবিবোল্লাহ; কৃষি ও খাদ্য নিরাপত্তামন্ত্রী মোহামাদ সাবু।

উপমন্ত্রী দাতুক চ্যান ফুং হিন; আবাসন ও স্থানীয় সরকারমন্ত্রী ঙা কোর মিং, উপমন্ত্রী আইমান আথিরাহ সাবু; পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী মোহামাদ হাসান, উপমন্ত্রী লুকানিসমান আওয়াং সাউনি; কর্মমন্ত্রী (ওয়ার্কস) আলেকজান্ডার নান্তা লিংগি, উপমন্ত্রী আহমদ মাসলান;।

স্বরাষ্ট্র মন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল, উপমন্ত্রী ড. শামসুল আনুয়ার নাসারাহ; প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নোরদিন, উপমন্ত্রী আদলি জাহারি; বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমন্ত্রী চ্যাং লিহ কাং, উপমন্ত্রী ড.মোহাম্মদ ইউসোফ আপডাল এবং নারী, পরিবার ও সমাজ উন্নয়নমন্ত্রী ন্যান্সি শুকরি, উপমন্ত্রী লিম হুই ইয়িং দায়িত্ব পালন করছেন।


মালয়েশিয়া প্রতিনিধি
বশির আহমেদ ফারুক
১৬ ডিসেম্বর ২০২৫
এ জি