Home / চাঁদপুর / বাসদের মানববন্ধন-প্রতিবাদ সভা
basod

বাসদের মানববন্ধন-প্রতিবাদ সভা

ডিজেল কেরোসিনসহ এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার ও নিত্য পণ্য মূল্যে বৃদ্ধির প্রতিবাদে বাসদ এর মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ডিজেল,কেরোসিন ও এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করে চাল,ডাল,ভোজ্যতেল ও তরি-তরকারিসহ নিত্য পণ্যের মূল্যের বৃদ্ধির প্রতিবাদে ৬ নভেম্বর ২০২১ শনিবার বিকাল ৮টায় বাসদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে কালিবাড়ি শপথ চত্বরে ব্যানার ফ্যাস্টুন নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার,দিপালী রাণী দাস,হারুনুর রশিদ, সঞ্চালনা করেন নজরুল ইসলাম।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন-জাতীয় সংসদকে পাশকাটিয়ে, একতরপাভাবে-শ্রমজীবি মানুষের স্বার্থের কথা চিন্তা ভাবনা না করে জ্বালানী তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়ে দিলো- যা বিগত ২০১৬ সাল থেকে আর্ন্তাজাতিক বাজারে তেলের দাম অর্ধেকেরও বেশি কম থাকার পরও সরকার তেলের দাম না কমায়ে সাধারন মানুষের পকেট খালি করেছেন যদিও জ্বালানিখাত হলো সেবা খাত।

বর্তমানে আর্ন্তজাতিকভাবে জ্বালানী তেলের দাম বৃদ্ধির ঘোষণা এসে থাকলে -জনস্বার্থে করোনার আর্থিক সঙ্কট কাটিয়ে উঠার পূর্বে শ্রমজীবিদের আর্থিক স্বচ্ছতা না আশা পর্যন্ত সরকারে দায়িত্ব হলো জনমানুষের বৃহত্তর স্বার্থে জালানী তেলের উপর সরকারের নির্ধারিত টেক্স ও ভ্যাট না নিয়ে শ্রমজীবি মেহনতী মানুষকে রক্ষা করা,পাশা-পাশি বাস-লঞ্চ পণ্যবাহী ট্রাক-রেলসহ গণপরিবহনে ভর্ত্তুকি দিয়ে যাত্রী ভাড়া ও পণ্যের দাম বৃদ্ধি না করা।

বক্তারা আরো বলেন,বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুষ-দুর্নীতি-লুটপাট ও স্বজনপ্রীতি অভিলম্বে বন্ধ,দেশব্যাপি ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক শ্রমিকদের ৫ দফা দাবি বাস্তবায়ন করা ও চাঁদপুর ব্রিজের অবৈধ টোল আদায় বন্ধ করার জোর দাবি জানান।

সভার সমাপ্তি ঘোষণার পর বিক্ষোভ মিছিল শপথ চত্ত্বর থেকে কালীবাড়ী মোড় আশার পর ব্যাপকভাবে পুলিশি বাঁধার সম্মোখিন হয়ে বিক্ষোভ মিছিল বন্ধ করায় নেতৃবৃন্দ এর তীব্র প্রতিবাদ নিন্দা জানান।

প্রেস বিজ্ঞপ্তি , ৭ নভেম্বর ২০২১