কচুয়া সাচারে মানববন্ধন ও বিক্ষোভ

মহান আল্লাহ কে নিয়ে বাউল শিল্পী আবুল সরকার কর্তৃক কটুক্তি করার প্রতিবাদে গ্রেফতারকৃত আবুল সরকারের শাস্তি এবং বাউলদের ইসলাম বিরোধী সকল কার্যক্রম বন্ধের দাবিতে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

সাচার বাজার মুসলিম তৌহিদী জনতার ব্যানারে শুক্রবার বাদ আছর এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি সাচার বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন আল আকসা মসজিদের সামনে থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড্রে প্রতিবাদ সভায় মিলিত হয়।

তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশ, কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক মোঃ ফারুক সরকারের পরিচালনায় বক্তব্য দেন, আল আকসা মসজিদের ইমাম হাফেজ মো. দেলোয়ার হোসাইন, সাচার দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. এম এ কাশেম চৌধুরী, মাও: আব্দুল হান্নান, সাচার সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোঃ নুরুল হক প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ সাইফুর রহমান, তুহিবুল তালুকদার, আবুল হোসেন ভূইয়া, হাবিবুর রহমান প্রমুখ। এ সময় সাচার বাজারের ব্যবসায়ী বৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রের্নী পেশার অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৮ নভেম্বর ২০২৫