Home / চাঁদপুর / চাঁদপুরে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন
মসজিদভিক্তিক (1)

চাঁদপুরে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন

চাঁদপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৭ম পর্যায় জনবল রাজস্বকরণসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৩ মার্চ রোববার বেলা ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও কেয়ারটেকার ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শেষে তারা চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন।

চাঁদপুরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৭ম পর্যায় প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মানববন্ধন ও স্মারকলিপিতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৭ম পর্যায় জনবল রাজস্বকরণ,ঈদ বোনাসসহ ঈদের আগে ৫ দফা দাবী বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁদপুর ইসলামী ফাউন্ডেশনের কোরআন শিক্ষা ও প্রাক- প্রাথমিক কেন্দ্রের ১২শ ৭০ শিক্ষক- শিক্ষার্থীরাসহ ফিল্ড সুপার ভাইজার কচুয়ার মোহাম্মদ হাসান মজুমদার, মতলবের জাহিদুল হক, হাইমচরের জুলফিকার হাসান মুরাদ, শাহারাস্তুর মুজিবুর রহমান, চাঁদপুরের সালাউদ্দিন ও ফরিদগঞ্জের আসিকুর রহমানসহ শিক্ষক প্রতিনিধিগণ।

আশিক বিন রহিম
২৪ মার্চ ২০২৫