মতলব দক্ষিণে স্কুল-মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন

মতলব দক্ষিণ উপজেলার মাধ্যমিক পর্যায়ের বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর বেলা এগারোটায় উপজেলা পরিষদের সামনে শিক্ষা বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেন অত্র উপজেলার স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

পরে শিক্ষা উপদেস্টা বরাবর মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়। মতলব দক্ষিণ উপজেলার বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক মো.মনির হোসেন,দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক জাহাঙ্গীর আলম খান।

এসময় উপস্থিত ছিলেন আমিনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান,বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীল,বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ,বহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান,আধারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক গাজী,বরদিয়া কাজী সুলতান আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন,হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন তপদার,আচলছিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্য গোপাল দাস,নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ,দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. শাহজাহান মিয়াসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

মাহফুজ মল্লিক
বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪
এজি

Share