দু’দফা দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এর শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ১০ নভেম্বর সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে দু’ দফা দাবির বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থী রাকিবুল হাসান শাহাদাৎ হোরসন সানী আলম,সোহান হোরসন,কাউছার মিয়া,সাইজিদ ভূঁইয়া,আসলাম হোসেন ও মো.রাব্বী।
শিক্ষার্থীদের দাবি সমূহ: ২০১০ সাল হতে অদ্যাবধি ও ভবিষ্যতে আইএমটিসমূহ থেকে পাশকৃত ডিপ্লোমা।মেরিন ইঞ্জিনিয়ারদের বিনা শর্তে সরাসরি সিডিসি প্রদান। Merchant ship-এ ১২ মাস সী-সার্ভিস সম্পন্ন করার পরে COC Class-3 পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান।
মানববন্ধনে বক্তারা বলেন,‘ বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে ডলারের ঘাটতি পাওয়া গেছে। একজন মেরিন ইঞ্জিনিয়ারের মাসিক বেতন ৫ শ ডলার থেকে শুরু। ২০১০ সাল থেকে এই পর্যন্ত আমাদের ২ হাজার ৪ শ জন শিক্ষার্থী সিডিসি থেকে বঞ্চিত। ’
প্রতিমাসে ২হাজার ৪ শ জন যদি ৫ শ ডলার করে বাংলাদেশে আনত,তবে দেশে দশ বছরের সেই ডলাারের পরিমাণ কত হত? সাধারণ বিবেকবান মানুষ সেই ডলারের হিসাব সহজেই বুঝতে পারবেন।
অভিজ্ঞতার আলোকে এ সকল মেরিন ইঞ্জিনিয়ারদের বেতন ১৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে। ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের সিডিসি প্রদান না করায় দেশের অর্থনীতিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে।
শরীফুল ইসলাম
তারিখ : ১০-১১-২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur