চাঁদপুরেরকচুয়ায় ৫ জানুয়ারি নির্বাচনী সহিংসতায় নিহত যুবক শরীফুল ইসলামের হত্যাকারী মূল আসামীদের দ্রুত গ্রেফতার ও তাদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
১২ জানুয়ারি বুধবার দুপুরে সাচার বাজার পুলিশ ফাঁড়ির সামনে ঘন্টাব্যাপী শান্তিপূর্ন এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।
মানববন্ধনে মামলার আসামী সাবেক ইউপি সদস্য আব্দুর রব, মামুন, মিঠু,সালমান,ফয়সালসহ মূল আসামীদের গ্রেফতারের দাবিতে বক্তব্য রাখেন, নিহত শরীফুল ইসলামের বাবা শহীদ উল্যাহ,ইউপি সদস্য জাকির হোসেন,চাচাতো ভাই সিরাজুল ইসলাম,রাসেল খানসহ আরো অনেকে। বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে নীরিহ যুবক শরীফুল ইসলাম হত্যা মামলার মূল আসামীদের গ্রেফতার না করলে আরো কঠোর কর্মসূচি দিবে বলে তারা হুশিয়ারি দেন।
উল্লেখ্য যে, গত ৫জানুয়ারি ইউপি নির্বাচনের দিন ১নং সাচার ইউনিয়নের নয়াকান্দি ভোট কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী আব্দুর রবের সমর্থকদের ছুরিকাঘাতে হাতিরবন্ধ গ্রামের যুবক শরীফুল ইসলাম আহতে হয়ে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যায়। ওই ঘটনায় থানায় মামলা হয় এবং আসামীদের গ্রেফতার ও তাদের শাস্তির দাবিতে ফুঁসে উঠে এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১২ জানুয়ারি ২০২২