ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া চাঁদপুরের আবুল হোসেনসহ ১৩ বাংলাদেশী দেশে ফিরেছেন। ১৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে টার্কিশ এয়ারওয়েজের একটি বিমানে তারা হযরত (রা.) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি ইমিগ্রেশন বিভাগ এবং ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান নিশ্চিত করেছেন।
মানবপাচারের শিকার এই ভুক্তভোগীদের ঠিকানা যাচাই-বাছাইয়ের জন্য বর্তমানে বিমানবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে রাখা হয়েছে। বিমান বন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় তাদের খাবার-পানিসহ জরুরি সব সহায়তা দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে ফেরা ১৩ কর্মীর মধ্যে শরীয়তপুরের ৯ জন, মাদারীপুরের ২ জন এবং চাঁদপুর ও কুমিল্লার ১ জন করে রয়েছেন। এরা হলেন, শরীয়তপুরের মোশাররফ খান, সাগর চন্দ্র বর্মন, সামিম খা, রমজান সুয়েল, নাজমুল ফকির, মো. শাকিল হোসেন, শিপন হাওলাদার, সালাম হাওলাদার ও অনিক ব্যাপারী; মাদারীপুরের রাশেদুল ইসলাম ও শাকিল লসকর, চাঁদপুরের আবুল হোসেন এবং কুমিল্লার মোস্তফা কামাল।
ভুক্তভোগীরা জানান, এ বছরের শুরুর দিকে ভিজিট ভিসা নিয়ে প্রথমে দুবাই, এরপর সেখান থেকে লিবিয়া, তারপর তিউনিসিয়া গিয়েছিলেন। সবাই তিউনিসিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। এর আগে গত ১ জুলাই ১৭ জন এবং ২৪ মার্চ ৭ জন বাংলাদেশি একই পরিস্থিতির শিকার হয়ে দেশে ফিরে আসেন।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur