“পরিবর্তন শুরু হোক – সেবার হাত ধরে” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবদূত’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর কদমতলা পৌর মার্কেটের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ উদ্বোধন সম্পন্ন হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন বেগম জামে মসজিদের ইমাম মুফতি মাহামুদুল হাসান, হাফেজ সাব্বির হোসেন ও মাওলানা নূর মোহাম্মদ।
উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট মজিবুর রহমান খান, মাহমুদুর রহমান খান। সদস্য মধ্যে ছিলেন, সাইফুল ইসলাম, আকাশ, মোঃ রাসেল শেখ, মোঃ আতাউর রহমান রানা, মোঃ সোহেল গাজী, আল আমিন তালুকদার, মোঃ রাজু খান, রাসেল খান রাজু, মুহাম্মদ বাদশা ভূঁইয়া, আঃ মালেক আখন্দ, মোক্তার গাজী, রশিদ শিকদার, আমিন মিয়াজী, রাতুল মৌলিক, সুমন খান মাহাবুব আলম, সৌরভ ফুলক, আকাশ দত্ত, ওমর ফারুক, প্রিয়কর সাহা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবদূত সমাজের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবে।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ১৮ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur