Home / চাঁদপুর / চাঁদপুরে মাধ্যমিক স্কুলে তালা ঝুলানো কর্মসূচি চলমান
teachers

চাঁদপুরে মাধ্যমিক স্কুলে তালা ঝুলানো কর্মসূচি চলমান

চাঁদপুরে মাধ্যমিক স্কুলে তালা ঝুলানো কর্মসূচি চলমান রয়েছে বলে বাংলাদেশ শিক্ষক সমিতি, চাঁদপুর জেলা শাখার সভাপতি ও সংগ্রাম কমিটির আহবায়ক প্রধানশিক্ষক মো.আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক ও সদস্য-সচিব প্রধানশিক্ষক মোহাম্মদ হোসেন আজ ১৭ জুলাই সোমবার দুপুরে জানিয়েছেন।

চাঁদপুরের এ শিক্ষক নেতৃবৃন্দ যৌথভাবে জানান, সারাদেশে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে রোববার ১৬ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আন্দোলন করার ডাক দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটি।

ঐ কেন্দ্রিয় কর্মসূচির আলোকে চাঁদপুর জেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ডাকে চাঁদপুর পৌরসভাসহ উপজেলাগুলোর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করছে। ১৮ জুলাই থেকে বাকি স্কুলগুলো স্কুলে তালা ঝুলানো কর্মসূচি পালন করবে বলে চাঁদপুর জেলার নেতৃবৃন্দ জানান। এ কর্মসূচির আলোকে ঢাকার প্রেসক্লাবের সামনে সারা দেশের শিক্ষকগণের অবস্থান কর্মসূচি ৬ষ্ঠ দিনের মত অব্যাহত রয়েছে। যে সব শিক্ষকগণ এ কর্মসূচির অংশগ্রহণ করছে না-তাদেরকে আগামিকালের মধ্যে কর্মসূচিতে যোগদান করার জন্যে চাঁদপুর জেলার সব উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রতি উদাত্ত আহবান জানান ।

teacherstes 2

১৭ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। এ অবস্থান কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ। এ সংগঠনটি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বছরের পর বছর উপজেলা থেকে শুরু করে জেলা ও বিভাগীয় শহরে সমাবেশ,মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতীকী অনশন,অবস্থান ধর্মঘট,কর্মবিরতিসহ প্রধানমন্ত্রী,অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট বারবার স্মারকলিপি দেন। এবার জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে-এমনই বলছেন তারা।

চাঁদপুরে আন্দোলনকারী একজন শিক্ষক জানালেন,এমপিওভুক্ত শিক্ষকগণ বাড়িভাড়া পান ১ হাজার টাকা, মেডিক্যাল ৫ শ টাকা এবং উৎসবভাতা পাচ্ছেন মূল বেতনের ২৫ ভাগ। সব মিলিয়ে যে বেতন-ভাতা পান, তা দিয়ে বর্তমানে চলতে খুবই কষ্ট হয়।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ হলে সব দিক দিয়েই শিক্ষক, অভিভাবক – শিক্ষার্থীদেরও ভালো হবে। বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে ১১ জুলাই থেকে এ কর্মসূচি চলছে। চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন,‘ যত দিন পর্যন্ত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা না আসবে,তত দিন পর্যন্ত কর্মসূচি চলবে। হয়তো কর্মসূচিতে ভিন্নতা আসতে পারে। তাই দাবি পূরণের ঘোষণা না এলে সামনে আমরণ অনশনসহ আরও বিভিন্ন ধরনের কর্মসূচি হতে পারে।’

আবদুল গনি
১৭ জুলাই ২০২৩