চাঁদপুর

চাঁদপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির জেলা কমিটি গঠন

মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় চাঁদপুর জেলা সদরের লেডী দেহলভী উচ্চ বিদ্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো.বিলাল হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় গঠনতন্ত্রের খসড়া উপস্থাপন করেন সংগঠনের অন্যতম সদস্য আবদুল গনি।

গঠনতন্ত্রের ওপর বক্তব্য রাখেন-জেলা সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস, মতলব উত্তরের মজলিস আহমেদ,জাহাঙ্গীর আলম রতন, শাহরাস্তির জহিরুল হক,রাজিব শর্মা,কচুয়ার জসিম উদ্দিন, সেলিম মিয়া, চাঁদপুর সদরের মুকবুল আহমেদ,শওকত হোসেন, মো. হাসান আলী প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বিলাল হোসেনকে সভাপতি,জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক ও আলী আক্কাছকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হচ্ছেন- সহ-সভাপতি যথাক্রমে মাওলানা সালাউদ্দিন পাটওয়ারী (ফরিদগঞ্জ), কানিজ বতুল চৌধুরী (সদর), আবদুল গনি (সদর), মজলিশ আহমেদ (মতলব উঃ), জালাল উদ্দিন সাগর (মতলব দঃ), আবুল হাসানাত (কচুয়া), বিল্লাল হোসেন(ফরিদগঞ্জ), সহ-সাধারণ সম্পাদক কাজল হোসেন (সদর), মজিবুর রহমান (সদর), সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন (সদর), হীরেন্দ্র দেবনাথ (সদর), নূর উদ্দিন (শাহরাস্তি), নূরুজ্জামান (মতলব দঃ), অর্থ সম্পাদক ফয়েজুল হক ফয়েজ (সদর), দপ্তর সম্পাদক মো. হাসান (সদর), গণ সংযোগ ও প্রচার সম্পাদক সুশীতল দাস (সদর), প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম রতন (মতলব উ.), শিক্ষা ও গবেষণা সম্পাদক ফাহিমা জাহান (সদর), সেমিনার ও পাঠাগার নূরুল আমিন (সদর), সমাজকল্যান সম্পাদক খলিলুর রহমান (সদর), নারী বিষয়ক ইয়াসমিন আক্তার (হাজীগঞ্জ), আপ্যায়ন ও আবাসন মো. হাসান আলী (সদর), প্রশিক্ষণ সম্পাদক মোজাম্মেল হোসেন (সদর), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শওকত হোসেন (সদর)।

কার্যকরী সদস্য যথাক্রমে- জহিরুল হক (শাহরাস্তি),বিপ্লব কান্তি সরকার (ফরিদগঞ্জ), মকবুল হোসেন (সদর), সফিকুর রহমান (সদর), জসীম উদ্দিন (কচুয়া), সেলিম মিয়া (কচুয়া), সত্যজিৎ (সদর), শিখা রানী সাহা (সদর), রাজিব শর্মা (শাহরাস্তি)।

সভার প্রারম্ভে চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম হুমায়ুন কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৮:১০ পিএম, ২৮ সেপ্টেম্বর ,২০১৭,বৃহস্পতিবার
এজি

Share