১৫ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ মাদ্রাসা ছাত্র কাউসার হোসেন রিমনের। নিখোঁজ ছেলের চিন্তায় তাঁর বাবা ও মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
গত ২৮ অক্টোবর বিকেলে চাঁদপুর শহরের ট্রাক রোডের গাজীবাড়ির ভাড়া বাসা থেকে খেলাধুলা করতে বের হয় রিমন। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন বাবা মারফত আলী।
রিমনের পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ রিমনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার সদরে। বাবা মারফত আলী এবং মা রুবি বেগম চাঁদপুরে থাকেন। এদের মধ্যে বাবা দিনমজুর এবং মা গৃহকর্মীর কাজ করেন। চার ভাইবোনের মধ্যে রিমন সবার ছোট। শহরের বঙ্গবন্ধু সড়কের একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করে কাউসার হোসেন রিমন (১২)।
ঘটনার দিন দুপুরে মাদ্রাসা থেকে বাসায় ফেরে রিমন। দুপুরের খাবার খেয়ে বিকেলে খেলাধুলার উদ্দেশ্যে বের হয়। তারপর আর ফিরেনি সে।
রিমনের বড় ভাই হোটেল হুমায়ুন বলেন, আমার ছোটভাইকে কোথাও না পেয়ে বাবা মা এখন পাগলপ্রায়। রিমনের চিন্তায় মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছেন। নিখোঁজের সময় রিমনের পড়নে নীল রঙের পাঞ্জাবি এবং সাদা রঙের পায়জামা ছিল। চার ফুট উচ্চতায় মোটামুটি স্বাস্থ্যের অধিকারী। তার গায়ের রঙ শ্যামলা।
কেউ যদি মাদ্রাসা ছাত্র রিমনের খোঁজ পান, তাহলে মুঠোফোনের ০১৩০৯৩৯৮৬০৯ এই নাম্বারের যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, রিমনের খোঁজে পুলিশ কাজ করছে। রিমনের ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়েছে, যাতে দ্রুত তার সন্ধান পাওয়া যায়।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১৩ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur