কচুয়ায় মাদ্রাসা-ই শাজুলিয়ার ৩০ শিক্ষার্থীকে সবক ও সংবর্ধনা

কচুয়ায় উপজেলার দহুলিয়া মাদ্রাসা-ই শাজুলিয়া ও ইয়াতিমখানার শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়েছে।

২৬ জুন শনিবার দহুলিয়া শাজুলি মঞ্জিলে মাদ্রাসা মাঠে ৩০ জন শিক্ষার্থীদেরকে সবক প্রদান করেন, মাদ্রাসার মুহতামিম শাহ মুহাম্মদ আতাউল্লাহ শাজুলি।

সবক প্রদান অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত ও শিক্ষার্থীদের মাশক করান, আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী হাফেজ ক্বারী মো. জাকারিয়া ও হাফেজ নাজমুস সাকিব।

দরবার শরীফের নায়েবে মোন্তাজেম আবুল হাসান শাহ মুহাম্মদ নূরুল্লাহ শাজুলির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাজুলিয়া দরবার শরীফের পীর শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি।

হাফেজ সফিকুল ইসলামের ব্যাপস্থাপনায় এবং হাফেজ সাদ উল্লাহ শাজুলি, হাফেজ আব্দুল্লাহ মাসউদ ও মহিউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ, পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, নিশ্চিন্তপুর ডি.এস কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুর আহমাদ আজাদ,শাজুলিয়া খানকার সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুছ, দরবার শরীফের মুবাল্লিগ মাওলানা মো. হেদায়েত উল্লাহ, কচুয়া দারুল কোরআন ইসলামী একাডেমির পরিচালক মুফতী শাহজালাল ইব্রাহিম প্রমুখ।

এসময় মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক, শাজুলিয়া তরিকার মুরিদীন, মুহিব্বিনসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু,২৬ জুন ২০২১

Share