দেশের বিভিন্নস্থানে নীরবে নিভৃতে প্রচার বিহীন বহু দ্বীনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী-শিল্পপতি ও কচুয়ার কৃতি সন্তান হাজী আব্দুল জলিলের নামে কচুয়া পৌরসভাধীন বালিয়াতলী হাজী আব্দুল জলিল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে।
১৮ জুন শুক্রবার বাদ জুমা দেশের লক্ষ হাফেজের ওস্তাদ প্রখ্যাত হাফেজ ক্বারী আব্দুল হক প্রধান অতিথি হিসেবে এ মাদরাসা ও এতিমখানার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা হাজী আব্দুল জলিলের সভাপতিত্বে ও পরিচালক হাফেজ মুহাম্মদ শরীফুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন।
এছাড়াও বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর ডি.এস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফখরুদ্দীন, হেড মুহাদ্দিস মাও. নুরুজ্জামান, কচুয়া জামিয়া আহ্মদিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ, বিশিষ্ট শিল্পপতি ইকবাল হোসেন ও শরীফুল ইসলাম মিঠু, কচুয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক সোহেল আহমেদ (তাজ) প্রমুখ।
পরে মাদ্রাসা ও শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur