চাঁদপুর

মাদ্রাসায় কোনো রাজনীতি করা চলবে না : চাঁদপুর জেলা প্রশাসক

‘এখন মানুষ সোচ্চার হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত সৃষ্টি করেছে। কাজেই এ দেশে জঙ্গিবাদের ঠাঁই হবেনা। মাদ্রাসায় কোনো রাজনীতি করা চলবে না। সমাজের বাইরে কিংবা দেশদ্রোহী কাজে কোনো শিক্ষক আছেন এমন খবর পাওয়া গেলে সে শিক্ষককে কারাগারে পাঠানো হবে।’

রোববার (৭ আগস্ট) সকাল ১১ টায় চাঁদপুর বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে ‘দেশবাসী দিচ্ছে ডাক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিপাত যাক’ এ স্লোগানে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিবাকরা অংশ নেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে তিনি আরো বলেন, শিক্ষকরা জঙ্গিবাদের বিরুদ্ধে কোরআন-হাদিসের আলোকে শিক্ষার্থীদের পাঠদান করাবেন। যত দ্রুত সম্ভব মাদ্রাসায় সিসি ক্যামেরা ও ইন্টারনেট চালু করতে হবে। শিক্ষার্থীদেরকে ইসলামের সঠিক শিক্ষা অর্জন করে হক্কানি আলেম হয়ে দেশ সেবায় কাজ করতে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।’

জঙ্গি হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আল্লাহ তায়ালা মানব সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। শান্তি হলো মানুষের জন্য। আর এ দেশে শান্তি প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। মানুষ মানুষের কাছে মানবতার কথা বলবে। কিন্ত তা না করে ধর্মের নামে মানুষ জবাই করে হত্যা করছে। যাদের ঈমান দুর্বল তারাই ইসলামের নামে জঙ্গিবাদ করে। আর এভাবে মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ওরা আসলেই ইসলামের শত্রু। এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না। যারা ইসলামের নামে মানুষ খুন করেছে তাদের জ্ঞানের স্বল্পতা রয়েছে। তারা সঠিক শিক্ষা না পেয়ে বিপথগামী হয়েছে। এ ভ্রান্ত মত থেকে আমাদের চারপাশে যারা শিক্ষার্থী আছে তাদের প্রতি সজাগ থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে যে জঙ্গিবাদের ঘটনা এটা রাজনৈতিকভাবে হয়েছে। গুলশানে যেভাবে বিদেশিদের হত্যা করা হয়েছে তাদের থেকে একজন সৌদি আরবের ছিলো। বিদেশি হত্যার উদ্যেশ্য হলো দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা। তা যদি না হয় তাহলে কেন সে দিন মেট্রোরেল ও গার্মেন্টসে বিদেশিদের জবাই করে হত্যা করা হয়েছে? তারা (বিদেশিরা) আমাদের দেশে এসে ছিল অর্থনীতির চাকা সচল করতে। এদের হত্যা করে আমাদের উন্নয়নে বাধা গ্রস্ত হবে না।’

মাদ্রাসার শিক্ষক মাও. হাবিবুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডেপুটি কন্টোলার সালেহ আহমদ, চাঁদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান দর্জি, মাদ্রাসার দাতা সদস্য ও জেলা মুক্তিফৌজ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, মাদ্রাসা গভর্ণিং বডির সদস্য অধ্যক্ষ আলহাজ্ব আ. জব্বার মিয়া, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ। সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. জসিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ইসলামী ফন্টের সাধারণ সম্পাদক মাও. আবু জাফর মো. মাইনুদ্দিন, জামিয়াতুল মোর্দারেছীনের চাঁদপুর সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মুফতি মো. জিয়াউদ্দিন খন্দকার, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রীসহ অভিভাবকবৃন্দ।

আলোচনা শেষে বিষ্ণুদী মাদ্রসার শেখ রাসেল ডিজিটাল বোর্ড পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

About The Author

প্রতিবেদক- শরীফুল ইসলাম
Share