Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত
accident

ফরিদগঞ্জে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগতির একটি মালবাহী ট্রাকের চাপায় তামিম হোসেন (৬) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গত বুধবার ২৩ জুলাই ২০২৫ বিকেলে উপজেলার পৌরসভার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম ওই এলাকার বেদে সম্প্রদায়ভুক্ত শরীফ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়,দুপুরে মাদ্রাসা থেকে বাসায় ফেরার পর তামিম তার মায়ের জন্য কিছু কিনতে বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর ট্রাকচালক গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিবেদক:শিমুল হাছান,২৫ জুলাই ২০২৫