কচুয়া উপজেলার বাইছারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি, হেরিটেজ এ্যাসেট্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব এ.কে.এম আব্দুল্লাহ আল বাকী’র নিজস্ব অর্থায়নে বাইছারা দারুচ্ছালাম মাদ্রাসার মৌলভী আব্দুল মতিন মুন্সী হেফজখানা ও এতিমখানার চারতলা ভিত বিশিষ্ট দ্বিতীয় তলা ভবনের নির্মান কাজ এগিয়ে চলছে।
২০২১ সালের ২০ ফেব্রুয়ারী বাইছারা গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব এ.কে.এম আব্দুল্লাহ আল বাকী’র অর্থায়নে এ মাদ্রাসাটির নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে ধীরে ধীরে মাদ্র্রাসার নির্মান কাজ এগিয়ে যাচ্ছে।
সোমবার সকালে আলহাজ্ব এ.কে.এম আব্দুল্লাহ আল বাকী নিজ গ্রামে দুস্থ অসহায় মানুষের ঈদুল ফিতর উপলক্ষে যাকাতের অনুদান বিতরণ শেষে ওই মাদ্রাসার চলমান নির্মাণ কাজ পরিদর্শণ করেন।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন,বাইছারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব এ.কে.এম আব্দুল্লাহ আল বাকী বাইছারা উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, এলাকার মানুষের খোজ খবর নেয়াসহ এলাকায় নীরবে নিভৃতে সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছেন।
প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু,১২ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur