বৈশ্বিক মহামারী করোনায় সমাজসেবায় বিশেষ অবদান রাখায় গৌরবময় কৃতিত্বের জন্য মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন চাঁদপুরের কচুয়ার ৩নং বিতারা ইউনিয়ন মুসলিম বিবাহের রেজিস্টার ও কাজী মাওলানা মো. সফিকুর রহমান।
সোমবার ঢাকাস্থ সেগুন বাগিচা কেন্দ্রীয় কচিকাচাঁ মিলনায়তনে জানার্লিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস্ এর আয়োজনে এ সন্মাননা পুরস্কার দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংগঠনের চেয়ারম্যান অ্যাড. মো. মনির হোসেন ও অনুষ্ঠান পরিচালনা করেন মহাসচিব এম.এইচ আরমান চৌধুরী।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের দক্ষিন শাসনপাড়া কাজী বাড়ির কৃতি সন্তান কাজী মো. সফিকুর রহমান এর আগেও এলাকায় সামাজিক কর্মকান্ডের মাধ্যমে ব্যাপক সুনাম ও আস্থ অর্জন করেছেন। তিনি উপজেলা কাজী সমিতির সভাপতি ও নন্দনপুর দীনিয়া মাদ্রাসার সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন। কাজী সফিকুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু, ২৪ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur