চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা গ্রামে শনিবার (৫ আগস্ট) সকাল ৭ টায় মোহাম্মদীয়া মাদানী দারুস্ সুন্নাহ্ মাদ্রাসা ও এতিমখানার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন করা হয় ।
বড় স্টেশন রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি সিরাজুল ইসলাম উদ্বোধন কালে বলেছেন,‘যে এলাকায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থাকে,সে এলাকায় গুনাহের কাজ কম হয়। এলাকার মানুষ তখন ওই প্রতিষ্ঠান মুখী হয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করে। ফলে ওই এলাকায় আল্লাহর রহমত থাকে।’
উদ্বোধন পূর্বে পবিত্র কুরআনের সুুরা ক্বাহাফ তিলাওয়াত করেন মাদরাসার পরিচালক ক্বারী মাওলানা মো.ইমাম হোসাইন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন্তেজামিয়া কমিটির বাংলাদেশ খেলাফত আন্দোলন এর ভারপ্রাপ্ত মহাসচিব মো.রোকনুজ্জামান রোকন,মো.আমিন মাস্টার,বাগাদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মো.শহীদ মোল্লা,আলহাজ্ব শাহজাহান মোল্লা,মো.বাচ্চু মোল্লা,মাদ্রাসা উন্নয়ন কমিটির আলহাজ্ব নুর মোহাম্মদ গাজী,মো.জাহাঙ্গীর আলম বেপারী,মজিদ মোল্লা,খোরশেদ আলম বাবুল মোল্লা,মো.আল-আমিন,ব্যবসায়ী আব্দুল কুদ্দুছ,শফিকুর রহমান শেখ প্রমুখ।
মাদরাসার উন্নতি,দ্বীনি এলেম প্রচার ও প্রসারে মহান আল্লাহর কাছে সহযোগিতা কামনা করে মোনাজাত করা হয় এবং পরিচালনা করেন মুফতি সিরাজুল ইসলাম।
করেসপন্ডেন্ট
:আপডেট, বাংলাদেশ সময় ৮:০০ পিএম,৫ আগস্ট ২০১৭,শনিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur