‘মাদরাসা ও কারিগরি শিক্ষায় নকল হয় বেশি’

শুক্রবার (২৭ মে) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে কর্মশালায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মাদরাসা ও কারিগরি শিক্ষায় নকলের প্রবণতা বেশি। তবে দ্রুত ব্যবস্থা নিয়ে নকল বন্ধ করা হবে। কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আলাদা ইনস্টিটিউট গড়ে তোলা হবে।কারিগরিতে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে।

২০২০ সালের মধ্যে ২০% শিক্ষার্থীকে কারিগরি শিক্ষার আওতায় আনা হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শীঘ্রই ৬০% শিক্ষার্থীকে কারিগরি শিক্ষার আওতায় আনতে হবে। সরকার এ লক্ষ্যে কাজ করছে।’

কর্মশালায় সভাপতির বক্তব্যে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘কিছু কুলাঙ্গারের জন্য প্রশ্নপত্র ফাঁস ও নকলের মতো ঘটনা ঘটে। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার।’

‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পরীক্ষা ব্যবস্থাপনা বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় শীর্ষক ’কর্মশালাটি আয়োজন করে।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ২৭ মে ২০১৬, শুক্রবার ‍
এজি/ডিএইচ

Share