Home / উপজেলা সংবাদ / হাইমচর / তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসায় ছাত্রদের ছবক সম্পন্ন
মাদরাসায় ছাত্রদের ছবক, হাইমচরে সদ্য

তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসায় ছাত্রদের ছবক সম্পন্ন

হাইমচরে সদ্য প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসায় ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সুন্নাহভিত্তিক সাধারণ শিক্ষার সমন্বয়ে পরিচালিত নতুন ধারার আদর্শ এ মাদরাসায় শিশু থেকে ৩য় শ্রেণি ইকরা বিভাগ, নাযেরা বিভাগ ও হিফজুল কোরআন বিভাগে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

১৩ জানুয়ারি বুধবার সকাল ৯টার দিকে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সবক অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা-পরিচালক মাওলানা জুলফিকার হাসান মুরাদ এর সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা ফারুকুল ইসলাম এর সঞ্চালনায় সবক প্রদান ও বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মোঃ ওয়ালি উল্লাহ ফারুকী, আমেনা ইউনুস ইসলামিয়া মাদরাসার সুপার মাওলানা কাউসার হোসাইন, চরপোড়ামূখি দ্বীনিয়া মাদরাসার সাবেক মুদীর মাওলানা আব্দুল মালেক, পশ্চিম পোঁয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ আব্দুল কাদির, মাওলানা খোরশেদ আলম, হাফেজ মোঃ নাজিমুদ্দিন, বাদামতলী জামে মসজিদের খতীব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হৃদয়ে মানবতা সামাজিক সংগঠন এর সভাপতি মোঃ বোরহান উদ্দিন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন চরভাঙ্গা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সোবহান, মানবতার ছোঁয়া সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সোলায়মান আহমেদ জিহাদ, আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সুমন হোসেন, হাওলাদার বাড়ি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাছুম হাওলাদার সহ ওলামা-মাশায়েখ, আইম্মায়ে মাসাজিদ, বিশিষ্ট সমাজ সেবক, কলামিষ্ট, সাহিত্যিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ দাতা সদস্য, মাদরাসা শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

সভাপতির বক্তব্যে মাওলানা জুলফিকার হাসান মুরাদ বলেন- আজ যারা নতুন বছরের সবক নিচ্ছে তাদের জন্য আপনারা বিশেষ দোয়া করবেন, আমাদের টার্গেট অনুযায়ী ৩ বছরের মধ্যে যেনো হিফজ বিভাগ সমাপন করতে পারে। যুগশ্রেষ্ঠ আলেম হয়ে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারে।

তিনি আরও বলেন,এতিম, অনাথ ও ছিন্নমূল ছেলে-মেয়েদের সহীহ ভাবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার এক মনোবাসনা থেকে তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। সমাজের উচ্চবিত্ত মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের ছেলে-মেয়েদের সাথে অসহায় শিশুদের দ্বীনশিক্ষা নিশ্চিত করার লক্ষ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে। সকলের সার্বিক সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটি তার লক্ষপানে পৌঁছাতে সহজ হবে।

প্রতিবেদক:মো.ইসমাঈল,১৩ জানুয়ারি ২০২১