Home / চাঁদপুর / চাঁদপুরের একজনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
মাদক

চাঁদপুরের একজনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও বিদেশী মদ এবং একটি মোটরসাইকেলসহ চাঁদপুরের একজনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

২১ নভেম্বর রোববার ভোরে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড, কুমিল্লা কোতয়ালী থানার আমতলী বিশ্বরোড এলাকা অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোটর সাইকেলে করে গাঁজা ও বিদেশী মদ পরিবহনের সময় ৬ কেজি গাঁজা ও ০৩ বোতল বিদেশী মদসহদুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলো: রাজবাড়ি জেলার রাজবাড়ি সদর থানার দক্ষিণ ভবানীপুর গ্রামের মোঃ একরাম মিয়ার ছেলে মোঃ রুবেল (৩০) ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানার লুদুয়া গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে অয়ন (১৯)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করা হয়।

অপর অভিযানে ৪,৬৯৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো রংপুর জেলার বদরগঞ্জ থানার শাহাপুর গ্রামের মোঃ খলিল মন্ডল এর ছেলে মোঃ মাহামুদুন নবী রিপন (২৪)।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্টথানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

স্টাফ করেসপন্ডেট, ২১ নভেম্বর ২০২১