হাইমচর থানা অফিসার ইনচার্জ প্রেসরিলিজ এর মাধ্যমে জানান, ২৪ অক্টোবর হাইমচর থানায় কর্মরত এস.আই (নিঃ) মো.আবু হানিফ সংঙ্গীয় এসআই ও সঞ্জিত কুমার রায়,এএসআই,মীর কাশেম,এএসআই (নি.) মোবারক হোসেন,সংঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে রাত ২২:১০ ঘটিকার সময় হাইমচর থানাধীন চরভাঙ্গা সাকিনস্থ খাঁ বাড়ীর মাদক ব্যবসায়ী নাছির উদ্দিন কালু খাঁ এর পূর্ব ভিটির টিনের বসত ঘরের উত্তর পার্শ্বের রুমের চৌকির ওপর থেকে জব্দ করে।
আটক মো. নাছির উদ্দিন কালু খাঁ (৩৫), লুৎফর রহমান খাঁ (৫৫), দ্বয়ের হেফাজত হইতে খাকী কসটেপ দ্বারা মোড়ানো ৩টি প্যাকেটে ১১ (এগার) কেজি গাঁজা, যাহার মুল্য অনুমান ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করে থানায় নিয়া আসেন।
আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলে প্রেস রিলিজ এর মাধ্যমে জানিয়েছেন হাইমচর অফিসার ইনচার্জ মো.মাহবুবুর রহমান মোল্লা।
মো. ইসমাইল হোসেন, ২৫ অক্টোবার ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur