চাঁদপুরের হাইমচর উপজেলার ছোটলক্ষ্মীপুর গ্রামে বুধবার (১ জুন) স্বামীকে ‘মাদক সেবনে’ বাধা দেয়ার ৩য় স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় সালমা বেচগমকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
স্বামী আবু তাহের গাজীর আরো দু’জন স্ত্রী রয়েছে বলে জানিয়েছে ৩য় স্ত্রী সালমা বেগম।
আহত সালমা বেগম জানায়, ‘স্বামী আবু তাহের গাজী দীর্ঘদিন থেকে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত। বসত ঘরে গত ৪-৫দিন আগে মাদক সেবনকালে স্ত্রী সালমা বেগম বাধা দিলে সে বেধম প্রহার করে। এতে সালমা বেগম অজ্ঞান হয়ে গেলে আবু তাহের ঘরের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেয়। পরে ডাক চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সালমা বেগমকে আহত অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করে।’
এ ঘটনার জের ধরে পুনরায় বুধবার সন্ধ্যায় আবুর তাহের, ২য় স্ত্রীর ছেলে তানভীর, ভাই নজু, প্রতিবেশী সালাউদ্দিনসহ আরো ৪/৫ জন মিলে সালমা বেগমের ওপর নির্যাতন চালায়।
প্রসঙ্গক্রমে সালমা বেগম ভাই প্রতিবেদককে জানায়, প্রায় ১৫ বছর পূর্বে আবু তাহের নোয়াবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি থাকাকালিন সময়ে সালমা ওই স্কুলের ছাত্রী ছিলো। ওই সময় আবু তাহের, সালমাকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করে ৩য় স্ত্রী বানায়। মোটা অংকের যৌতুকও গ্রহণ করে। বর্তমানে সে স্কুলটির দায়িত্বে না থাকলেও এলাকায় মাদক ব্যবসা চালিয়ে প্রভাব বিস্তার করে আসছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত, সালমা বেগমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
: আপডেট, বাংলাদেশ সময় ০৪:৪০ পিএম, ২ জুন ২০১৬, বৃহস্পতিবার