ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক সেবনের দায়ে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে উপজেলার চৌরঙ্গী বাজারের পূর্ব দিক থেকে আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার লহুচাঁদ গ্রামের আঃ রাজ্জাকের ছেলে মুখলেসুর রহমান, হলদীবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে কামাল ও রহমতপুর গ্রামের মৃত পেটু মোহাম্মদের ছেলে স্বাধীন আলী।
হরিপুর থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুছ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে উপজেলার চৌরঙ্গী বাজারের পূর্ব দিকে করাত মিলের সামনে পাঁকা রাস্তায় মাদক সেবন করে মাতলামি করছিল।
এ সময় এএসআই বুলুসহ সঙ্গীয় ফোর্স তাদের আটক করে থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার সকালে মাদক আইনে মামলা করে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক- কবিরুল ইসলাম কবির
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৩০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur