মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

মাদক সেবনকালে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডি এলাকায় মঙ্গলবার (১২ জুলাই) রাত ৮টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আটককৃত যুবক উপজেলার তরপুরচন্ডি গ্রামের খান বাড়ির বিল্লাল খানের ছেরে রুবেল খান (২৩)।

চাঁদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, পরিচালক তাজুলের ইসলামের নেতৃত্বে একদল ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে তরপুরচন্ডি এলাকা থেকে মাদক সেবনকালে রুবেলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ মিলিগ্রাম মাদক ও মাদক সেবনের সরাঞ্জামাদি পাওয়া যায়।

পরে রাত ৯ টায় চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়–য়ার ভ্রাম্যমান আদালতে রুবেলকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

তরপুরচন্ডি এলাকায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ডতরপুরচন্ডি এলাকায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
Share