Home / চাঁদপুর / মাদক সেবনের দায়ে চাঁদপুরে দু’জনের দণ্ড
মাদক সেবনের দায়ে চাঁদপুরে দু’জনের দণ্ড

মাদক সেবনের দায়ে চাঁদপুরে দু’জনের দণ্ড

চাঁদপুরে মাদক সেবনের অপরাধে তারেক চন্দ্র ঘোষ (২৫) নামে যুবককে ১ বছরের কারাদণ্ড ও হাবিবুর রহমান (২৮) নামে আরেক মাদকসেবীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া ভ্রাম্যমান আদালত বসিয়ে এই দণ্ডাদেশ দেন।

তারেক শহরের পুরাণ বাজার লোহারপুল ঘোষপাড়ার ঘোষ বাড়ীর দুলাল চন্দ্র ঘোষের ছেলে এবং হাবিবুর রহমান একই এলাকার মেরকাটিজ রোডের নুরু মিজির ছেলে।

পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর চাঁদপুর টাইমসকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তারেককে তাদের বাড়ি থেকে মাদকসেবন অবস্থায় সকালে আটক করা হয়। দুপুরে হাবিবুর রহমানকে তার এলাকা থেকে আটক করা হয়। পরে সন্ধ্যায় উভয়কে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়।

তিনি আরো জানান, শুক্রবার (১৭ জুন) তারেককে কারাগারে প্রেরণ করা হবে। বর্তমানে তারেক মডেল থানা হেফাজতে রয়েছে। অপর মাদকসেবী হাবিবুর রহমানকে জরিমানা আদায় করে মোছলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

: আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ১৬ জুন ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply