Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব বেলতলী থেকে মাদক সম্রাট দেলু আটক
মাদক

মতলব বেলতলী থেকে মাদক সম্রাট দেলু আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকা  থেকে ৬ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন দেলু(৩২) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ( ওসি) কামরুল হাসানের তত্বাবধানে  উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফর উপজেলার বেলতলী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ বিখ্যাত মাদক সম্রাট মোঃ দেলোয়ার হোসেন দেলুকে আটক করা হয়।

সে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির হোসেনের ছেলে।

সহকারী পুলিশ সুপার( মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব জানান,সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলা ও উপজেলায় মাদক ব্যবসা করে আসছে।তার বিরুদ্ধে মতলব, মুন্সীগন্জ ও কুমিল্লাসহ বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে। 

থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন,আটককৃত মাদক সম্রাট মোঃ দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক
২৩ ডিসেম্বর ২০২৫