চাঁদপুর পৌরসভাধীন চেয়ারম্যান ঘাটা কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬ এর আয়োজনে আজ ২৬ জুন সকার সাড়ে ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে বিট পুলিশিং মাদক,সন্ত্রাস,ইভটিজিং,কিশোর গ্যাং সাইবার বুল,সামাজিক মিথ্যা, প্রচার ও করোনা সচেতনতার ওপর জন সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন এ্যাড.আাবুল কাসেম ।
প্রধান অতিথি ছিলেন চাঁদপুর মডেল থানার কর্মকতা পুলিশ পরিদর্শক (গোয়েন্দা এনামুল হক চৌধুরী ও বিশেষ অতিথি সুমন চন্দ্র নাথ । পরিচালনায় ছিলেন কমিউনিটি পুলিশিং কর্মকর্তা অঞ্চল ৬ এর সাংগঠনিক সাধারণ সম্পাদক গাজী আব্দুর রহামান,সহ-সম্পাদক অধ্যাপক মো.ওয়ালিদ হোসেন।
বিষ্ণুদি মহল্লা সভাপতি রনি আহমেদ,আওয়ামীলীগ সম্পাদক ও সভাপতি, অঞ্চল ৬ সভাপতি,১৩-১৪ ওয়ার্ড সভাপতি ও সম্পাদকসহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তাগণ চলমান করোনাকালীন সামাজিক ব্যাধি মাদক কিশোর গ্যাং,সাইবার বুল,ইভটিং য়ের ওপর জনগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে এলাকা মহল্লা পাড়ায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের সাথে সহোযোগিতার হাত বাড়িয়ে কাজ করে এগিয়ে আসার জন্য আহবান জানান হয় ।
সিনিয়র করেসপন্ডেন্ট, ২৬ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur