চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সে চাঁদপুরের বিভিন্ন থানায় ১৬ মাদক মামলার আসামী ।
৩১ মে রোববার বেলা আড়াইটার দিকে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ জাকির হোসেন (৩৬) নামের একে বিক্রেতাকে আটক করা হয়। তার বাড়ি উপজলার খলাপাড়া গ্রামে।
চাঁদপুর ডিবি পুলিশের এসআই প্রহলাদ রায় জানান, পুলিশ সুপারের নির্দেশে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, আটককৃত জাকির হোসেনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানার ১৬টি মামলা আদালতে বিচারাধীন আছে। রোববার ইয়াবা উদ্ধারের ঘটনায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্টাফ করেসপন্ডেন্ট, ৩১ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur