চাঁদপুর সদর বাগাদী ইউনিয়ন চৌরাস্তায় শুক্রবার (২ জুন) বিকেলে সাদ্দাম মিয়াজী (২৪) নামের এক যুবককে ফিল্মি স্টাইলে রক্তাক্ত জখম করেছে স্থানীয় এক মাদক ব্যবসায়ী।
আহত সাদ্দাম নানুপুর মিয়াজী বাড়ির মৃত. আ. ছাত্তার মিয়াজীর ছেলে।
সে গুরুত্বর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের ভাই রুবেল মিয়াজী জানায়, ‘আছরের নামাজের পর বাড়ির কিছু ইফতার সামগ্রি আনার জন্য রুবেল চৌরাস্তায় যায়। পূর্ব থেকে ওৎ পেতে থাকা বাগাদী রাজা বাড়ির নূর মো. রাজার ছেলে মাদক ব্যবসায়ী রেদওয়ান রাজা ফ্লিমি স্টাইলে মটর সাইকেল থেকে লোহা দিয়ে পেছন থেকে সাদ্দামের মাথায় আঘাত করে। পরে সাদ্দাম মাটিতে পরে গেলে মাদক ব্যবসায়ী রেদওয়ান রাজা তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে চলে যায়।’
এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান জানায়, সাদ্দামের মাথার আঘাতটি অন্ত্যন্ত গুরুত্বর ও ৬টি সেলাই দেওয়া হয়েছে। তার ডান হাতটিও ভেঙ্গে গেছে।
এ বিষয়ে সাদ্দামের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তারা।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ১০ : ২০ পিএম, ২ জুন ২০১৭, শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur