চাঁদপুর শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী রাসেল ওরফে ভ্যারাইটিজ রাসেল (৩৫) কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। সোমবার ২৫ নভেম্বর সকালে শহরের আদর্শ মুসলিমপাড়া তার বাসা হতে আটক করা হয়। মাদক ব্যবসায়ী ভ্যারাইটিজ রাসেল ঐ এলাকার আব্দুল খালেকের ছেলে।
এছাড়া প্রফেসর পাড়া মোল্লা বাড়ি এলাকার আফজাল চৌধুরীর ছেলে আলআমিনের বাড়িতে অভিযান পরিচালনা করে।
অফিসার ইনচার্জ মো.নাসিম উদ্দিনের নেতৃত্বে অভিযানে আরো অংশ নেন চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর মোহাম্মদ হারুনুর রশীদ,ইন্সপেক্টর (কমিউনিটি পুলিশিং এন্ড অপারেশন্স) আবদুর রব, এস আই পলাশ বড়ুয়া,এ এস আই সেলিম মিয়া সহ অন্যান্যরা।
পুলিশ সূত্রে জানা যায়,আদালত রাসেলের বাড়ির সমস্ত মালামাল ক্রোক করার নির্দেশনা দেয়। কিন্তু আসামী রাসেল কে পেয়ে যাওয়ায় তার মালামাল আর ক্রোক করা হয়নি। আর অপর আসামী আলআমিন জেল হাজতে থাকায় তার মালামাল ক্রোক করা হয় নি।
অফিসার ইনচার্জ মো.নাসিম উদ্দিন জানায়,মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক,২৫ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur