Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে পুলিশের মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
মতলবে পুলিশের মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

মতলবে পুলিশের মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

মতলব উত্তরে প্রথম আন্তঃজেলা মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০১৭ প্রচারণা ও প্রস্তুতিমূলক সভা শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) রাজন চন্দ্র দাস।

তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মুলে সমাজের সকল পর্যায়ের সবাইকে এগিয়ে আসতে হবে। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার শামছুন্নাহারের তত্ত্বাবধানে প্রথম আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট ২০১৭ শুরু করতে যাচ্ছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ এ টুর্ণামেন্ট আয়োজন যেনো সফল হতে পারে সে জন্যে সহযোগিতা করবেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও এসআই মো. ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, ছেঙ্গারচর পৌর মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হানিফ দর্জি, সাজেদুল হাসান বাবু (বাতেন), মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক শামিম আহমেদ, পৌর ৪ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মারফত আলী প্রমূখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা মো. মনির হোসেন।

প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল, মতলব উত্তর
:আপডেট, বাংলাদেশ ১১ : ৫০ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ শনিববার
এইউ

Leave a Reply