মতলব পৌরসবার মেয়র আওলাদ হোসেনন লিটন বলেছেন,‘নিজেদের সন্তানকে মাদক ও বাল্যবিবাহ থেকে দূরে রাখার প্রধান দায়িত্ব হচ্ছে বাবা ও মায়ের। এসব কর্মকান্ড বর্জন করার অঙ্গীকার ব্যক্ত করেন কয়েক শ’অভিভাবক। ’
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলার উত্তর নলুয়া গ্রামে চৌ-রাস্তার মোড়ে অবস্থিত স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি চত্বরে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির ব্যক্তব্যে তিনি এ কথা বলেন।
স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির প্রধান উপদেষ্টা মতলব সরকারি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেনের সভাপতির বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক সহকারী পুলিশ সুপার মো.আহসান হাবিব।
স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির সহকারী শিক্ষক শামীম হাসান,শিউলী আক্তার ও আয়েশা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, চাঁদপুর কৃষি ব্যাংকের কর্মকর্তা আশরাফ খান, মতলব জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক মো.শাহজালাল ।
আরো বক্তব্য রাখেন মতলব পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আহিজল মুন্সী,সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোহরা খাতুন,সাবেক ছাত্রলীগ নেতা যুধিষ্ঠির চন্দ্র শীল, বিশিষ্ট সমাজ সেবক দুলাল বেপারী, মো.বাচ্চু প্রধান, নবকলস সপ্রাবির সভাপতি মহিউদ্দীন খান,সমাজ সেবক কামরুল হাসান লিটন অভিভাবক নাজমা আহম্মেদ, শিক্ষার্থী উম্মে হাবিবা মদিনা ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা। পরে কুমিল্লা ও চাঁদপুরের শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মাহফুজ মল্লিক, ১৩ সেপ্টেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur