শাহরাস্তি

মাদক বাল্যবিবাহ ইভটিজিং নারী ও শিশু নির্যাতন

‎04 ‎May, ‎2015  09:16:47 PM

মোঃ মাহবুব আলম :

দলমত নির্বিশেষে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক সেবী ও বিক্রেতাদের সাথে কোন আপোষ নেই। যেখানে মাদক বিক্রি কিংবা মাদক সেবন হয়, তাৎক্ষণিক প্রশাসনকে তা জানাতে হবে।

৪ মে দুপুর আড়াই টায় উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ে সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ উপরোক্ত কথাগুলো বলেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য প্রাক্তন শ্রম কর্মকর্তা আব্দুস সাত্তার পাটওয়ারী, সূচীপাড়া ডিগ্রি কলেজের পরিচালনা পর্যদের সদস্য মোঃ শাহজাহান, সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক পাটওয়ারী, পৌর যুবলীগের আহবায়ক শাহ এনামুল হক কমল, সূচীপাড়া উত্তর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও জেলা যুবদলের সহ সভাপতি আলী হোসেন মন্টু, সূচীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আকবর বেপারী, আবু ইউসুফ মিলন প্রমুখ।

সচেতন নাগরিক ফোরামের আহবায়ক মোহাম্মদ আলী ও প্রধান সমন্বয়ক মোঃ মনির হোসেনের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সদস্য সচিব বিজয় চক্রবর্তী সহ ফোরামের সদস্যবৃদ, সূচীপাড়া বাজারের বিভিন্ন ব্যবসায়ী, শিক্ষকমন্ডলী, ডাক্তার ও এলাকার সচেতন নাগরিকবৃন্দ।

এমআরআর/এমএমএ/২০১৫

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে ক্লিক করে লাইক দিন :

https://www.facebook.com/chandpurtimesonline/likes

Share